২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন পুরান

ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান
ক্রিকেট
এখন মাঠে
0

২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা নিজেই জানিয়েছেন তিনি। ক্যারিবিয়ান এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে দেশটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং করেছেন সবচেয়ে বেশি রান।

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের সেরা ফর্মে ছিলেন পুরান। গত বছর এই ফরম্যাটে দলের হয়ে সবচেয়ে বেশি ১৭০টি ছক্কা মারেন তিনি। 

এ ছাড়া সম্প্রতি শেষ হওয়া আইপিএলেও ৫২৪ রান করেন ক্যারিবিয়ান এই ব্যাটার। যদিও নিজের ইনস্টাগ্রামে দেয়া পোস্টে অনেক ভেবে চিন্তে আত্মবিশ্লেষণের পর এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান নিকোলাস পুরান। 

সম্প্রতি অনেক তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের হিড়িক পড়েছে। গেলো ১ মাসের মধ্যে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন মার্কাস স্টয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল।

এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসেছেন প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন। এবার সে তালিকায় যুক্ত হলো নিকোলাস পুরানের নাম।


এসএইচ