সাকিব ছাড়াও দলে আছেন পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও আফগানিস্তান পেসার নাবীন উল হক। আফগান স্পিনার আল্লা গাজানফারকেও দলে নিয়েছে দলটি। স্থানীয়দের মধ্যে আছে ওবেদ ম্যাকাও , ফ্যাবিয়ান অ্যালেন ও জাস্টিন গ্রেভস।
দল পেয়ে খুশি বাংলাদেশি অলরাউন্ডার। এবার সিপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি। বারমুডা ফ্যালকনসের হয়ে ভালো একটা মৌসুম কাটাতে চান তিনি।
আগামী ১৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৫টায় পর্দা উঠবে সিপিএলের।