বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন

রিশাদ হোসেন
ক্রিকেট
এখন মাঠে
0

বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আবারও হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আগের মৌসুমেও হোবার্টে ডাক পেলেও এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে বাংলাদেশি স্পিনারকে দলে ভেড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।

বিগ ব্যাশে এর আগে খেলেছিলেন শুধু সাকিব আল হাসান। তবে গেলো মৌসুমে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি রিশাদের।

সবশেষ আসরে হোবার্ট হারিকেন্স প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতে নেয়। সুযোগ পেলে এটা হবে রিশাদের বিগ ব্যাশে প্রথমবারের মতো অংশগ্রহণ।

রিশাদের পাশাপাশি নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

এসএস