বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম ইনিংসে ৪৯৫ রান সংগ্রহ করে। এরপর জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে গুটিয়ে যায়।
এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলার পর তাদের ইনিংস ঘোষণা করে। এতে পঞ্চম দিনে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৯৬।
দিনের অবশিষ্ট সময়ের মধ্যে শ্রীলঙ্কা নির্ধারিত রান তুলতে না পারায় এবং নিজেদের উইকেট ধরে রাখায় ম্যাচটি কোনো ফল ছাড়াই শেষ হয়। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তোলে ৭২ রান।