প্রতিযোগিতা হয় জেতার জন্য তবে টাইগার ব্যাটারদের মধ্যে সেই অদম্য মানসিকতা খুঁজে পাওয়া দায়। কলম্বোতেও তেমন একটা গল্পেরই মঞ্চায়ন করলেন টাইগার ব্যাটাররা। আমাদের টাইগাররা যেন হেরে যাওয়ার মাঝেই জিতার স্বাদ খোঁজেন। নইলে প্রায় হাতের মুঠোয় চলে আসা ম্যাচগুলোতে ব্যাটারদের উপরে জুজু ভর করে বারবার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে তাসকিন-সাকিবদের বোলিং তোপে পড়ে লংকান টপ অর্ডার। অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরি করলেও তাসকিন, তানভীর, সাকিবরা আড়াইশ’র নিচেই আটকে রাখে লঙ্কানদের।
রানের টার্গেটে খেলতে নেমে ২৯ রানে অভিষিক্ত ইমনের উইকেট হারালেও শান্ত-তামিমের ৭১ রানের জুটিতে ১৬ ওভারেই দলীয় শতক পূরণ করে বাংলাদেশ।
টানা ছয় ম্যাচ হারের পর সাত নম্বর ম্যাচে জয়ের ধারায় ফিরতে যাচ্ছে টাইগাররা ধারণা করা হচ্ছিলো এমনটাই। কিন্তু সাত সংখ্যাটা সবার জন্যতো আর লাকি নয়! বিশেষ করে জিততে যাদের বড্ড অনীহা।
হারের চক্র শুরু চব্বিশের নভেম্বরে তবে শেষ কবে হবে আত্মবিশ্বাসের সাথে বলা কঠিন।