দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ ৩১০

ভারত বনাম ইংল্যান্ড
ক্রিকেট
এখন মাঠে
0

এজবাস্টন টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছে সফরকারী ভারত। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩১০ রান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে এসেও রানের দেখা পেয়েছেন ওপেনার ইয়াসাসভি জাইসওয়াল। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের বলে আউটের আগে খেলেছেন ৮৭ রানের ইনিংস।

এরপরেই রান তোলার দায়িত্ব নিয়েছেন দলের অধিনায়ক শুভমান গিল। হেডিংলি টেস্টের পর এজবাস্টনে এসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ঋশাভ পান্থ আর নীতীশ রেড্ডিরা বড় রান না পেলেও শেষ বিকেলে গিলকে সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। গিল এবং জাদেজার জুটিতে এসেছে ৯৯ রান।

ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নিয়েছেন ক্রিস ওকস। একটি করে উইকেট ব্রেইডন কার্স, বেন স্টোকস এবং শোয়েব বশিরের। আজ টেস্টের দ্বিতীয় দিন।

এসএস