এরপর অবশ্য দেখেশুনে খেলেই শেষ করেন জো রুট ও হ্যারি ব্রুক। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের ডাবল সেঞ্চুরিতে ৫৮৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত।
অধিনায়ক হিসেবে নিজের তৃতীয় ম্যাচেই ২০০ রানের জাদুকরী অংক স্পর্শ করেন গিল। টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ তার এই ২৬৯ রানের ইনিংস। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যেও যা সর্বোচ্চ।
তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ড ব্যাটিং শুরু করবে ৫১০ রানে পিছিয়ে থেকে। সিরিজে এরইমাঝে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।