ক্যারিবিয়ান পেসারদের তোপের মুখে অস্ট্রেলিয়ার ব্যাটাররা

অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেট
এখন মাঠে
0

আরও একবার ক্যারিবিয়ান পেসারদের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং ইউনিট। গ্রেনাডা টেস্টে আলঝারি জোসেফ এবং জেইডেন সেইলসের আগুন ঝরানো বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৬ রানে।

প্রথম টেস্টের পর এবার সিরিজের দ্বিতীয় টেস্টেও রানের মুখ দেখেননি দুই অজি ওপেনার উসমান খাওয়াজা এবং স্যাম কনস্টাস। সুবিধা করতে পারেননি ইনজুরি কাটিয়ে দলে ফেরা স্টিভেন স্মিথও।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে সম্মানজনক পুঁজি এনে দিয়েছেন দুই মিডল অর্ডার ব্যাটার ব্যু ওয়েবস্টার এবং অ্যালেক্স ক্যারি। দুজনের জুটি থেকে এসেছিল ১১২ রান। ক্যারি আউট হন ৬৩ রানের ইনিংস খেলে। ওয়েবস্টারের ব্যাট থেকে এসেছিল ৬০ রান।

শেষদিকে আর কেউ বড় রানের দেখা না পেলে ২৮৬ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আলঝারি জোসেফ চারটি এবং জেইডেন সেইলস দুই উইকেট শিকার করেন।

এসএস