শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ: টাইগারদের ১৬ সদস্যের দল ঘোষণা

বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ক্রিকেটের লোগো; ব্যাকগ্রাউন্ডে প্রেমাদাসা স্টেডিয়াম
ক্রিকেট
এখন মাঠে
0

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে জায়গা হয়নি কয়েক মাস আগেও অধিনায়কের দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্তর।

দীর্ঘদিন পর দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও টপঅর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ফিরেছেন স্পিনার নাসুম আহমেদও। বাদ পড়েছেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

১৬ সদস্যের দলে আরও আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদি, জাকের আলী, মেহেদি মিরাজ, তানজিম সাকিব, নাসুম আহমেদরা।

ক্যান্ডিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই।

এসএস