টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার চমক, ফিরলেন শানাকা

শ্রীলঙ্কার খোলোয়াড়
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে প্রায় এক বছর পর নিজের জায়গা ফিরে পেয়েছেন দাসুন শানাকা।

২০২৪ সালে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সাবেক এই অধিনায়ক। এছাড়া অলরাউন্ডার চামিকা কারুনারাত্নেও স্কোয়াডে ফিরেছেন। বাদ পড়েছেন হার্ডহিডার ব্যাটার ভানুকা রাজাপাকসে।

আইপিএলে আলো ছড়ানো এশান মালিঙ্গা জায়গা করে নিয়েছেন ১৭ সদস্যের স্কোয়াডে। পেস বিভাগে শক্তি বাড়াতে স্কোয়াডে আছেন মাথিশা পাথিরানা এবং নুয়ান থুসারা।

এছাড়া পরিচিত মুখদের প্রায় সকলেই নিজেদের জায়গা ধরে রেখেছেন স্কোয়াডে।

তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই থেকে। ১৩ এবং ১৬ জুলাই হবে বাকি দুই ম্যাচ।

এসএস