বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের আগে ইনজুরিতে হাসারাঙ্গা

অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেতে হয়েছে শ্রীলঙ্কাকে। দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিন ম্যাচের এই সিরিজে পাচ্ছে না স্বাগতিকরা।

একাধিক শ্রীলঙ্কান গণমাধ্যম হাসারাঙ্গার ইনজুরির খবর নিশ্চিত করেছে। ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচে ব্যাট করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিং পেশিতে চোট পান হাসারাঙ্গা।

এরপরেই নিশ্চিত হয় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না তার।

দলের মেডিকেল বিভাগের পরামর্শ অনুযায়ী, কলম্বোতেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক।

তবে, হাসারাঙ্গা দল ছাড়লেও তার বদলি কোনো ক্রিকেটারকে দলে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে।

সেজু