শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন

লিটন কুমার দাস; বাংলাদেশ দলের অনুশীলনের ছবি
ক্রিকেট
এখন মাঠে
0

দীর্ঘদিন ধরে অফ ফর্মে থাকলেও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। দলে নাসুম-রিশাদ ও সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন তিনি। দল হিসেবে পারফর্ম করেই টি-টোয়েন্টি সিরিজ জিততে চান লিটন। পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায়।

মাঠের ক্রিকেটে বাংলাদেশের বেহাল দশা যেন কাটছেই না। ফরম্যাট বদলায়, দলের বিবর্ণ চেহারা থেকেই যায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যে ফরম্যাটেও সবশেষ দুই সিরিজে হেরেছে টাইগাররা। 

এর মধ্যে সিরিজ খোয়াতে হয়েছে দুর্বল আরব আমিরাতের কাছেও। তবে নিকট অতীতের এসব দুঃসহ স্মৃতি ভুলিয়ে দলে আত্মবিশ্বাস ফেরাতে চান অধিনায়ক লিটন দাস।

লিটন বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটা তো অনেকদিন ধরেই খেলছি এবং কিছুদিন আগে আমাদের কয়েকটা সিরিজও গেছে। আশা করছি, দল হিসেবে আমরা এ সিরিজে ঘুরে দাঁড়াতে পারবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে মোট ১৭বার মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে লঙ্কানদের জয় ১১ ম্যাচে, বাংলাদেশের জয় ৬টিতে। শ্রীলঙ্কার মাটিতে দু’দল মুখোমুখি হয়েছে ২ বার, তাতে শতভাগ জয় স্বাগতিকদের। তবে এবার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা অবশ্যই চেষ্টা করবো। ব্যাপারটা সহজ হবে না, কারণ তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড।আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো।’

লঙ্কানদের বিপক্ষে টাইগার স্কোয়াডে দীর্ঘদিন পর ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন ও ব্যাটার মোহাম্মদ নাঈম। সর্বশেষ পাকিস্তান স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভির ইসলাম ও সৌম্য সরকার। দলে নাসুম-সাইফুদ্দিনের অন্তর্ভুক্তিকে বাড়তি পাওয়া হিসেবে দেখছেন ক্যাপ্টেন লিটন।

লিটন বলেন, ‘নাসুমের ফেরাটা খুবই যৌক্তিক, যেহেতু সে অনেকদিন যাবৎ এ ফরম্যাটটা খেলে এবং আমার কাছে মনে হয়, তার কাছে বোলিং ও ব্যাটিং দুইটা সাইডই পাওয়ার সম্ভাবনা আছে। সাইফুদ্দিনও ওই ধরনেরই খেলোয়াড়। যেহেতু টি-টোয়েন্টিতে উভয় সাইডই লাগে, তাই সিলেকশন প্যানেল এবং আমাদের দল থেকে চেষ্টা করা হয়েছে তাকে সুযোগ দিতে।’

তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ শ্রীলঙ্কা শিবিরে। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করা হাসারাঙ্গাকে পাচ্ছে না টিম শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজই মিস করবেন তিনি।

এসএইচ