দক্ষিণ আফ্রিকার বিমান ধরার আগে বিসিবিতে ফটোসেশনের আনুষ্ঠানিকতা সারেন ক্রিকেটাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলা হবে ১৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বেনোনিতে। ২২ জুলাই হবে সিরিজের শেষ ম্যাচ।
সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরপরই ত্রিদেশিয় সিরিজ খেলতে সেখান থেকে সরাসরি জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে টাইগার যুবারা।
মূলত ২০২৬ সালের যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।
ত্রিদেশিয় এ সিরিজে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আগামী ২৫ জুলাই থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬ জুলাই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।