দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার ভালো শুরু এনে দিলেও একপর্যায়ে ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশের প্রতিনিধিরা। সেখান থেকে কাইল মায়ার্স এবং ইফতিখার আহমেদের ৭৬ রানের জুটি রংপুরকে এনে দেয় ১৬২ রানের সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে জনসন চার্লস এবং মঈন আলীর ব্যাটে ভর করে উড়ন্ত সূচনাই পেয়েছিল স্বাগতিক গায়ানা। তবে খালেদ আহমেদ লাগাম টেনে ধরেন তাদের। শিকার করেন ৪ উইকেট।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গায়ানা অলআউট হয় ১৫৪ রানে। অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার খালেদ।