জিএসএলে স্বাগতিকদের বিপক্ষে জয়ে দারুণ শুরু রংপুরের

ম্যাচে রংপুর রাইডার্স দল
ক্রিকেট
এখন মাঠে
0

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৮ রানের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। গায়ানার ঘরের মাঠে প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান।

দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার ভালো শুরু এনে দিলেও একপর্যায়ে ১১ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশের প্রতিনিধিরা। সেখান থেকে কাইল মায়ার্স এবং ইফতিখার আহমেদের ৭৬ রানের জুটি রংপুরকে এনে দেয় ১৬২ রানের সংগ্রহ।

জবাবে ব্যাট করতে নেমে জনসন চার্লস এবং মঈন আলীর ব্যাটে ভর করে উড়ন্ত সূচনাই পেয়েছিল স্বাগতিক গায়ানা। তবে খালেদ আহমেদ লাগাম টেনে ধরেন তাদের। শিকার করেন ৪ উইকেট। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গায়ানা অলআউট হয় ১৫৪ রানে। অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন পেসার খালেদ।

এসএইচ