ডাম্বুল্লায় টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুতেই মাত্র দুই ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
তবে অধিনায়ক লিটনের দারুণ ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। প্রথমে হৃদয় ও পরে শামিমের সাথে বড় দুইটি পার্টনারশিপ গড়েন তিনি।
হৃদয় ৩১ ও শামিম ব্যক্তিগত ৪৮ রানে ফিরে গেলেও নিজের অর্ধশত পূর্ণ করেন লিটন। ম্যাচে সর্বোচ্চ ৭৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে বিনুরা ফারনান্দো ৩ উইকেট সংগ্রহ করেন। এদিকে বাংলাদেশি বোলারদের মধ্যে রিশাদ ৩টি এবং সাইফুদ্দিন ও শরিফুল ২টি করে উইকেট নেন। শ্রীলঙ্কার সংগ্রহ ৯৪ রান।