টেস্ট ক্রিকেটে শত বছরের রেকর্ড ছুঁলেন বোল্যান্ড

স্কট বোল্যান্ড
ক্রিকেট
এখন মাঠে
0

জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে বোলিং গড়ের নতুন রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। ৩৬ বছর বয়সী এ পেসার ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আর তাতেই নাম লিখিয়েছেন টেস্ট ক্রিকেটের শত বছরের এক রেকর্ডে।

১১৫ বছরের মধ্যে বোল্যান্ডের বোলিং গড়ই টেস্টের সেরা। ১৯১৫ সালের পর থেকে অন্তত ২০০০ বল করেছেন এমন বোলারদের মধ্যে বোল্যান্ডের গড়ই সবচেয়ে ভালো। ১৪ টেস্টে ১৭ দশমিক ৩৩ গড়ে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন স্বদেশী ক্রিকেটার বার্ট আয়রনমঙ্গারকে। 

১৭ দশমিক ৯৭ গড়ে ১৪ টেস্টে নিয়েছিলেন ৭৪ উইকেট। ১৯০০ সালের পর থেকে যারা খেলছেন, তাদের মধ্যে শুধু ইংল্যান্ডের সিড বার্নেসের ১৬ দশমিক চার তিন বোলিং গড়ই এর চেয়ে ভালো।

এসএইচ