অস্ট্রেলিয়ার দেয়া ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে এমন বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট শিকার করেন অজি পেসার মিচেল স্টার্ক।
সেখান থেকে আর ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের। মাত্র ১৫ বলেই নিজের ৫ উইকেট নিশ্চিত করেছেন স্টার্ক। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক পেসার স্কট বোল্যান্ড।
পেয়েছেন হ্যাটট্রিক। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন স্টার্ক। ৯ রানে ৬ উইকেট তুলে নেন এই গতি তারকা।
এই জয়ের ফলে দুই দেশের মধ্যেকার ফ্র্যাংক-ওরেল সিরিজের ট্রফি নিজেদের কাছেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালের পর থেকেই এই সিরিজ জেতা হয়নি ওয়েস্ট ইন্ডিজের।