গোলাপি বলে বরাবরই দুর্দান্ত ছন্দে থাকেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার সেই ক্ষুরধার ফর্মের ভিন্ন এক রূপ এবারে দেখা গিয়েছে কিংস্টন টেস্টে। পেসার স্টার্কের এক স্পেলে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার ৯ রানে ৬ উইকেট শিকারের দিনে ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে টেস্টের ২য় সর্বনিম্ন ২৭ রানে।
বোলিং স্পেলে এসে মাত্র ১৫ বলেই এদিন নিজের ৫ উইকেট পূর্ণ করেন স্টার্ক। তার স্পেলের পেছনে পড়েছে ১৯ বলে ৫ উইকেট শিকারের আগের রেকর্ড।
সেইসঙ্গে এই স্পেলেই নিজের ৪০০ উইকেট পূর্ণ করেন স্টার্ক। বলের হিসেবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন এই অজি পেসার।