বিসিসিআইয়ের কাড়ি কাড়ি এ অর্থ উপাজর্নের অন্যতম উৎস আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্রাঞ্চাইজি লিগ আয় হয় ৫ হাজার ৭৬১ কোটি রুপি, যা ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক রাজস্বের ৫৯ দশমিক ১০ শতাংশ।
শুধু পুরুষ আইপিএল নয় এবার নারীদের এ আসর দিয়ে বিশাল অঙ্কের উপার্জন হয়েছে বোর্ডের। আন্তর্জাতিক সম্প্রচার স্বত্ব এবং পৃষ্ঠপোষকদের সঙ্গে চুক্তি থেকে বোর্ডের আয় হয়েছে ৩৬১ কোটি রুপি।
এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই পেয়েছে ১ হাজার ৪২ কোটি রুপি। এছাড়া বোর্ডের রিজার্ভ ৩০ হাজার কোটি রুপি অর্থ থেকে বছরে বোর্ডের আয় ১ হাজার কোটি রুপি।
২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচার স্বত্ব কেনা ডিজনি স্টার এবং ভায়াকমের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে বিসিসিআই। সে অঙ্কটা ৫৩ হাজার ৩১২ কোটি ৮৭ লাখ রুপি।