বাংলাদেশ-নাকি পাকিস্তান? শক্তির বিচারে টি-টোয়েন্টিতে এগিয়ে থাকবে পাকিস্তানই। তবে স্বাগতিক দলকে হালকাভাবে নিচ্ছেন না সালমান আঘা। পরিসংখ্যানে জয়-পরাজয়ের হিসেবে অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশের ব্যাপারে সতর্ক পাক অধিনায়ক।
অবশ্য টাইগারদের ডেরায় যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা আছে। সেটা মানছেন সফরকারী অধিনায়ক। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানালেন সেই চ্যালেঞ্জ নিতে তারা মুখিয়ে আছেন।
বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলে বরাবরই পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য থাকে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ৩-০ তে সিরিজ জিততে চায় পাকিস্তান।
অ্যাওয়ে কন্ডিশন হলেও নিজেদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী পাকিস্তান। তার উদাহরণ ম্যাচের আগের দিন অনুশীলন বাতিল করা। সর্বশেষ সিরিজে ঘরের মাঠে বাংলাদেশকে ৩-০ হারানোর অতীত অভিজ্ঞতাই হয়ত তাদের সেই আত্মবিশ্বাস যোগাচ্ছে।