উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম বাংলাদেশ

ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত নাঈম
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ-পাকিস্তান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন সেরেছেন নাঈম শেখ। সিরিজে স্বাগতিকদের এগিয়ে রাখছেন এই ওপেনার। এছাড়া সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করেছে পাকিস্তান দল।

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ। ‘জুলাই আপরাইজিং অনরিং দ্য মারটায়ার্স অব রেজিস্ট্যান্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন রূপে সাজছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম।

শ্রীলঙ্কা সিরিজের উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলনে এসে জানালেন ব্যক্তিগত ভাবেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন নাঈম শেখ। আসন্ন সিরিজে বাংলাদেশ দলকেই এগিয়ে রাখলেন নাঈম।

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম শেখ বলেন, ‘টিমের অবস্থা খুবই ভালো আছে। তো ইন শা আল্লাহ আমি আমার ইনডিভিজ্যুয়াল ট্রেনিং করলাম। টিমের মোমেন্টাম খুবই ভালো আছে। আমরা সেটা ক্যারি করার চেষ্টা করবো। অতীত নিয়ে পড়ে থাকার সুযোগ নেই।’

তিনি আরো বলেন, ‘টিমমেট হিসেবে যেটা আমরা দেখলাম বোলাররা খুব ভালো অবস্থানে আছে। ইন শা আল্লাহ এটা ক্যারি করলে আমরা হোম অ্যাডভান্টেজ নিতে পারবো।’

শ্রীলঙ্কা সিরিজে কেবল ১ ম্যাচে সুযোগ পেয়েছিলেন জাকেরের ইনজুরিতে ব্যাট করেছেন ৪ নং পজিশনে। চেষ্টা করছেন ওপেনার হিসেবেই নিজের সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে।

তিনি বলেন, ‘ওপেনিংয়ে খেলার জন্য সব সময় প্রিপেয়ারড থাকি। এখনো ইনডিভিজ্যুয়াল ট্রেনিং করলাম। ওপেনিংয়ে কীভাবে খেলবো বা ‍সুযোগ আসলে কীভাবে কাজে লাগাবে সেটা নিয়েই প্রিপারেশন নিচ্ছি। টু বি অনেস্ট ওটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। নেক্সট টাইম এমন সুযোগ আসলে অবশ্যই মাথায় থাকবে।’

ঘরের মাঠে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাঈম। বিশ্বাস করেন পাকিস্তান সিরিজে নিজেদের মোমেন্টাম ধরে রাখবে টাইগাররা।

এছাড়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় অনুশীলন সেরেছে পাকিস্তান দল। দলগত ভাবেই ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলন সেরেছে সালমান আলি আঘার দল। সিরিজের ১ম টি-টোয়েন্টি শুরু হবে আগামী ২০ জুলাই সন্ধ্যা ৬টায়।

এএইচ