শেষ ম্যাচ রাঙানো হলো না আন্দ্রে রাসেলের

ক্রিকেটার আন্দ্রে রাসেলের শেষ ম্যাচ
ক্রিকেট
এখন মাঠে
0

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচটা রাঙানো হলো না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেলের। নিজের ঘরের মাঠ স্যাবাইনা পার্কে ম্যাচ হেরেই বিদায় বলতে হলো তাকে। নিজের শেষ ম্যাচেও অবশ্য দেখা গিয়েছে চিরচেনা আন্দ্রে রাসেলকে। দলের ব্যাটিং ধসের মুখে দাঁড়িয়ে খেলেছেন ১৫ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস।

যদিও সেটা ক্যারিবিয়ানদের ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না এদিন। সবমিলিয়ে অবশ্য বলার মতোই এক ক্যারিয়ার আন্দ্রে রাসেলের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে জিতেছেন দুই বিশ্বকাপ শিরোপা। ২০১৯ সালের পর থেকে কেবল টি-টোয়েন্টি ফরম্যাটেই দেশের জার্সিতে খেলেছিলেন রাসেল।

এবার বিদায় বললেন নিজের সেই প্রিয় ফরম্যাট থেকে। সব মিলিয়ে, ক্যারিবিয়ানদের হয়ে ১ টেস্ট, ৫৬ ওয়ানডে এবং ৮৫ টি-টোয়েন্টি ম্যাচে থামলো আন্দ্রে রাসেলের ক্যারিয়ার।

সেজু