যদিও সেটা ক্যারিবিয়ানদের ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না এদিন। সবমিলিয়ে অবশ্য বলার মতোই এক ক্যারিয়ার আন্দ্রে রাসেলের।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে জিতেছেন দুই বিশ্বকাপ শিরোপা। ২০১৯ সালের পর থেকে কেবল টি-টোয়েন্টি ফরম্যাটেই দেশের জার্সিতে খেলেছিলেন রাসেল।
এবার বিদায় বললেন নিজের সেই প্রিয় ফরম্যাট থেকে। সব মিলিয়ে, ক্যারিবিয়ানদের হয়ে ১ টেস্ট, ৫৬ ওয়ানডে এবং ৮৫ টি-টোয়েন্টি ম্যাচে থামলো আন্দ্রে রাসেলের ক্যারিয়ার।