৬ উইকেট হাতে নিয়ে ২৬৪ রানে দ্বিতীয় দিন শুরু করে ভারত। তবে দিনের শুরুতেই ৪০ বলে ২০ রানে আউট হন জাদেজা। এরপর শার্দুল ঠাকুর প্যাভিলিয়নে ফেরেন ৪১ রান করে।
ভাঙা পা নিয়ে মাঠে নেমে ফিফটির দেখা পান রিশভ পান্ত। ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আসে ২৭ রান। দ্বিতীয় দিনের পুরোটা সময়ই আলো ছড়ান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ৭২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এই পেসার।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ইংলিশরা। দুই ওপেনার মিলে গড়েন ১৬৬ রানের জুটি। ৮৪ রান করে আউট হন জ্যাক ক্রোলি। আরেক ওপেনার বেন ডাকেট প্যাভিলিয়নে ফেরেন ৯৪ রান করে। ভারতের থেকে ১৩৩ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করবে ইংল্যান্ড।