এনসিএল ঘিরে বড় পরিকল্পনা বিসিবির, খেলা গড়াবে তিন ভেন্যুতে

বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু
ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়া কাপের মাঝেই এবার মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ আসরে এক ভেন্যুতে খেলা হলেও এবার খেলা গড়াবে তিন ভেন্যুতে, থাকবে বিদেশি ক্রিকেটারও। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি বিবেচনায় ভালো উইকেটে ম্যাচ আয়োজনের দিকে জোর দিয়েছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু।

আসন্ন এনসিএল টি-টোয়েন্টি ঘিরে বিসিবির মাস্টারপ্ল্যান! সর্বশেষ সিজনে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজিত হলেও ২০২৬ বিশ্বকাপ টি-টোয়েন্টি টার্গেট করে এবার আটঘাট বেঁধে নামছে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের মাঝামাঝিতে টুর্নামেন্ট, তাই এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করতে পারলে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের মিলতে পারে বিশ্বকাপ টি-টোয়েন্টির টিকিট।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টি-টোয়েন্টি এনসিএলটা শুরু হবে। এখানে একটা সুযোগ আছে, যে ভালো পারফর্মারগুলো পাওয়া যাবে, তাদেরকে অন্তর্ভুক্ত করে অবশ্য-ই তৈরি করতে হবে, যেহেতু ৬ মাস হাতে পাওয়া যাবে বিশ্বকাপের জন্য। তো আমার মনে হয়, নির্বাচকদের কাছে একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখার এবং তৈরি করার।’

লম্বা বিরতির পর অভ্যন্তরীণ এ দেশিয় টুর্নামেন্টে আবারও বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা করছে বিসিবি। ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অন্তত দু’জন বিদেশি ক্রিকেটার খেলাতে চায় ক্রিকেট বোর্ড।

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও উইকেট নিয়ে চাপা অসন্তোষ নজর এড়ায়নি। পাক ক্যাপ্টেন সালমান আঘা সিরিজ শেষে সরাসরি-ই বলেছিলেন মিরপুরের উইকেট আইসিসি টুর্নামেন্টের জন্য আদর্শ নয়। সরাসরি না বললেও বিসিবির হেড অব প্রোগ্রাম নান্নু যেন সেই কথার রেশ ধরেই ভালো উইকেটে খেলার উপর জোর দিলেন।

নান্নু বলেন, ‘আমি মনে করি যে, বেস্ট পসিবল সাইট সবসময় খেলবে এবং বেস্ট পসিবল রেজাল্ট নিয়ে সবসময় বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার। কন্ডিশনগুলো অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাওয়া যাবে সেখানেই খেলে কনফিডেন্ট বাড়াতে হবে। তবে আমার মনে হয়, বিশ্বকাপের আগে ট্রু স্পোর্টিং উইকেটে খেলে যাওয়াটা উচিত হবে।’

এদিকে প্রথম শ্রেণির ক্রিকেটের মানোন্নয়ন ও আরও প্রতিযোগিতামূলক করতে বিদেশি দল আনার চিন্তা-ভাবনা করছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টুর্নামেন্টের প্রতিযোগিতায় বিদেশি দল হিসেবে আফগানিস্তান ‘এ’ দলের নাম অনেকটাই চূড়ান্ত।

এসএইচ