আরও একবার হেসেছে শুভমান গিলের ব্যাট। ইংলিশ গ্রীষ্মে সূর্যের আলোর মতোই ঝলমলে তার পারফরম্যান্স। লিডস, বার্মিংহামের পর ম্যানচেস্টারেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে পেয়েছেন চার সেঞ্চুরি। দলের পারফরম্যান্স খুব উজ্জ্বল না হলেও শুভমান গিল ব্যাট হাতে টেক্কা দিচ্ছেন কিংবদন্তিদের রেখে যাওয়া কীর্তির সঙ্গে।
এখন পর্যন্ত চলতি সিরিজে শুভমান গিলের ব্যাট থেকে এসেছে একাধিক রেকর্ড। সবশেষ ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরি করে নাম তুলেছেন আরও তিন বৈশ্বিক রেকর্ডে। ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরি, অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি আর সফরকারী অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ডগুলো এখন শোভা পাচ্ছে শুভমান গিলের নামের পাশে। এই তালিকায় গিল পেছনে ফেলেছেন ক্রিকেট ইতিহাসের দুই সর্বকালের সেরা তারকা স্যার ডন ব্র্যাডম্যান এবং স্যার গ্যারি সোবার্সকে।
ব্র্যাডম্যান নিজের অধিনায়কত্ব শুরু করেছিলেন সিরিজে তিন সেঞ্চুরি দিয়ে। শুভমান গিল পেয়েছেন চারটি। তবে শেষ টেস্টে ওভালে তার ব্যাটে আরও কিছু রান চাইবে ক্রিকেট দুনিয়া। অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে অজি কিংবদন্তি ব্র্যাডম্যান করেছিলেন ৮১০ রান। গিল এখন পর্যন্ত করেছেন ৭২২ রান। ইতিহাসের সেরা ব্যাটারের কীর্তিটা গিল ভাঙতে পারেন ৩১ জুলাই থেকে শুরু হওয়া টেস্টে।
ওভালে গিলের সামনে অবশ্য আছে অন্য এক চ্যালেঞ্জও। ২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে কখনোই সিরিজ জেতা হয়নি ভারতের। শেষ টেস্টে জয় পেলে এবারে অন্তত ড্র- করে দেশের ফ্লাইট ধরবে ভারত। ব্যাটার গিল যেমন উজ্জ্বল, অধিনায়ক গিলকেও তেমনই উজ্জ্বল হওয়া দরকার শেষ ম্যাচে।