ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি পরা এক ভক্তকে বের করে দেয়ার অভিযোগ

পাকিস্তানের জার্সি পড়া এক ভক্ত
ক্রিকেট
এখন মাঠে
0

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি পরা এক ভক্তকে বের করে দেয়া হয় মাঠ থেকে। ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এ বিষয়ে আনুষ্ঠানিক এক বিবৃতি প্রদান করে ক্ষমা চেয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি সামলানোয় সচেষ্ট থাকবে তারা।

ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টে পাকিস্তানের জার্সি পড়া এক ভক্তকে মাঠ থেকে বের করে দেয়া হয়। সেই ঘটনা ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে ক্রিকেট বিশ্বে এ নিয়ে তৈরি হয় আলোচনা-সমালোচনা। অবশেষে এমন ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনাটি সামনে এলে ল্যাঙ্কাশায়ার কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করার কথা জানায়। তদন্ত শেষে এমন বিব্রতকর পরিস্থিতির জন্য দুঃখপ্রকাশ করে কর্তৃপক্ষ। সামনে এমন পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে সতর্কতার থাকার কথাও জানানো হয়।

সেই ম্যাচে পাকিস্তানের সবুজ জার্সি পড়ে খেলা দেখতে যান ফারুক নজর নামের দর্শক। গেট থেকে শুরু করে কোথায় তাকে পাকিস্তানের জার্সি পরার জন্য বাঁধা দেয়া হয়নি। এমনকি ২ ঘণ্টার মতো জার্সি পরেই খেলা দেখছিলেন তিনি।

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক বেশ কয়েক বছর ধরেই ভালো নয়। যার ছাপ পড়েছে দুই দেশের ক্রীড়া মহলেও। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ বর্জন করেছে ভারত। এর ভেতর একটি সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটি না খেলেও ফাইনালে চলে যায় পাকিস্তান।

সেজু