আম্পায়ারের সমালোচনা করায় শাস্তি পেলেন অলরাউন্ডার টিম ডেভিড

অলরাউন্ডার টিম ডেভিড
ক্রিকেট
এখন মাঠে
0

আম্পায়ারের সমালোচনা করায় শাস্তি পেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টিম ডেভিড। আইসিসির আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন ডেভিড। ফলে তার মোট ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ২৮ জুলাই সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ইনিংসের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি বলে আম্পায়ারের কাছ থেকে ওয়াইড আশা করেছিলেন ডেভিড।

কিন্তু আম্পায়ার সাড়া না দেওয়ায় নিজেই দুই হাত প্রসারিত করে ওয়াইডের ইঙ্গিত দেন আম্পায়ারকে। ব্যাপারটি ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার লেসলি রাইফার, জাহিদ বাসারাথ। ফলে তারা ম্যাচ রেফারির কাছে এ নিয়ে অভিযোগ জানান।

সেজু