আর সেখানেই বড় রকমের লড়াই চলল ক্রিকেটারদের জার্সি এবং ক্যাপ নিয়ে। ‘রেড ফর রুথ’ সংস্থার জন্য আয়োজিত এ নিলামে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের জার্সি বিক্রি হয়েছে চার হাজার ৬০০ পাউন্ডে। বাংলাদেশি টাকায় যার মূল্য সাড়ে সাত লাখ টাকা।
জাসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজার জার্সির দাম উঠেছে চার হাজার ২০০ পাউন্ড বা ছয় লাখ ৮৫ হাজার টাকা। তিন হাজার ৮০০ পাউন্ডে বিক্রি হয়েছিল জো রুটের জার্সি।
এছাড়া তিন হাজার পাউন্ড বা চার লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে অভিজ্ঞ এই ইংলিশ ক্রিকেটারের ক্যাপ। দেড় হাজার পাউন্ডে বিক্রি হয়েছে ঋশভ পান্থের টেস্ট ক্যাপ।