প্রভাবশালী পিচ কিউরেটর গামিনির বিদায়, নতুন দায়িত্বে ফিরলো হেমিং

টনি হেমিং
ক্রিকেট
এখন মাঠে
0

চাকরি ছেড়ে চলে যাওয়া অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে আবারো নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে নতুন ভূমিকায়। আর তাতেই বিসিবির প্রভাবশালী কিউরেটর গামিনি ডি সিলভার ১৭ বছরের ক্যারিয়ার পড়েছে শঙ্কার মুখে। এদিকে ঘরোয়া ক্রিকেট ও বিপিএলের নানামুখী দুর্নীতির অবসান ঘটাতে বিসিবি নিয়োগ দিয়েছে আইসিসির এন্টি করাপশন ইউনিটের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শালকে। আর বিগত বছরগুলোতে বিপিএলে আর্থিক অনিয়ম করা ফ্র্যাঞ্চাইজিগুলো বকেয়া পরিশোধ না করলে আইনি প্রক্রিয়ার শরণাপন্ন হবে বিসিবি— বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালকরা।

মিরপুরের উইকেট যেন ধানক্ষেত, আর সেই ধানক্ষেতের কারিগর গামিনি ডি সিলভা। দেশের হোম অব ক্রিকেটের হতশ্রী উইকেট নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বিসিবিকে।

অসংখ্যবার কাঠগড়ায় তোলা হয়েছে এ লঙ্কান কিউরেটরকে। তবে বরাবরই গামিনি থেকেছেন ধরাছোঁয়ার বাইরে। মিরপুরের উইকেটে বজায় থেকেছে গামিনির ডিক্টেটরশিপ।

তবে হিসাব বলছে, এবার হয়তো বিদায় ঘণ্টা বেজেই যাচ্ছে গামিনির। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, হেড কোচ ফিল সিমন্স থেকে শুরু করে সবার অসন্তুষ্টি।

এরই মধ্যে বিসিবির নতুন রিক্রুট হিসেবে হেড অব টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে দেশে এসেছেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং।

আরও পড়ুন:

এদিকে রোববার থেকে ১৭ দিনের ছুটিতে যাচ্ছেন গামিনি। ক্রিকেট অঙ্গনে তাই অবশেষে গামিনির বিদায়ের সুর। ২০০৮ থেকে ২০২৫ ঢাকায় গামিনির ১৭ বছরের ক্যারিয়ারের অবসান ১৭ দিনের ছুটির মধ্যেই শেষ হচ্ছে কি না সেটা অনেকটাই নির্ভর করছে টনি হেমিংসের সিদ্ধান্তের ওপর।

বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘টনি হেমিং যেভাবে চাইবে, তার ডিপার্টমেন্ট সে নিজের মতো করে সাজিয়ে নেবে, যেহেতু সে টার্ফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড।’

বিসিবির সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমাদের হেডকোচ এবং আমরা উভয়-ই উইকেট নিয়ে বেশ হতাশ ছিলাম। কারণ আমরা জানি যে, আমরা যেখানে খেলতে যাবো, সেটার প্রস্তুতির জন্য এটা আদর্শ পিচ নয়। গামিনি চেষ্টা করেনি, ব্যাপারটা সেরকম নয়। তবে তার হয়তো একটা সীমাবদ্ধতা আছে, সেটা সে অতিক্রম করতে পারেনি। আমার মনে হয়, সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার।’

শুধু গামিনিতেই শেষ নয়, ক্রিকেট বোর্ড নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন ইস্যুতেও। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে বিপিএল সবখানেই অনিয়ম কিংবা ফিক্সিংয়ের গন্ধ কিন্তু প্রমাণ লাপাত্তা। তাই দেশের ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে ১ বছরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি।

আরও পড়ুন:

ইফতেখার রহমান বলেন, ‘আমাদের যে অ্যান্টি করাপশন ইউনিট আছে, আমরা মনে করছি এনহ্যান্স করতে হবে, আরও ট্রেইনিং লাগবে।’

তিনি বলেন, ‘করাপশনের অভিযোগ আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা তো বসে থাকতে পারি না। প্রথমে এটা এক বছরের জন্য, কারণ আমরা তো আমাদের টিমটাকে আবার তৈরি করবো। এটাকে এনহ্যান্স করা হবে।’

অবশ্য এখানেই থামছেনা দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিপিএলের যাবতীয় আর্থিক হিসেব-নিকেষের অসঙ্গতি সমাধান করতে চায় বিসিবি। আর বকেয়া পাওনা পরিশোধ না করলে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়।

বিসিবি পরিচালক মিঠু বলেন, ‘স্পন্সররা স্পনসর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে। ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেয়ার কথা ছিল, সেটা দেয়নি। তাই এগুলোর একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে।’

শুধু ক্রিকেটের অনিয়ম নয়, অবকাঠামোগত উন্নয়নেও নজর দিয়েছে বিসিবি। এর অংশ হিসেবে রাজশাহী-বরিশালের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চল বান্দরবানেও অনুশীলনের সুবিধার্ধে নতুন উইকেট তৈরি করছে বিসিবি।

এসএইচ