আজিজুল হাকিম তামিমের দল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছে। লম্বা সফর শেষ না হতেই এবার ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন:
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এ সিরিজ। সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর। এর আগে, ৩ সেপ্টেম্বর আয়ারল্যান্ড যুবাদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
ইংল্যান্ড সিরিজ খেলতে ৩১ আগস্ট দেশ ছাড়বে তামিমের দল। এর আগে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলবে অনুশীলন ক্যাম্প।