পাকিস্তান ক্রিকেট বোর্ডের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা

পাকিস্তান ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

বড় রকমের চমক রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৭ জনের দল থেকে বাদ পড়েছেন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলে তারুণ্যকে প্রাধান্য দেয়া হয়েছে। দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ। নিজেদের ধীরগতির ব্যাটিংয়ের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ সমালোচিত ছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

তবে অভিজ্ঞতা বিবেচনায় তাদের দলে রাখা হবে এমন আভাসও ছিল দেশটির ক্রিকেট অঙ্গনে। তবে শেষ পর্যন্ত বাদ পড়তে হলো দুই সিনিয়র ক্রিকেটারকেই।

বিগত কয়েক মাসের চলমান টিম কম্বিনেশন ধরে রেখেই আরব আমিরাতে মাঠে নামবেন দুইবারের এশিয়া কাপজয়ী পাকিস্তান। আগামী ৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের দুই ভেন্যুতে হবে এশিয়া কাপ।

এএইচ