‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি’

জাকের আলী অনিক
ক্রিকেট
এখন মাঠে
0

নেদারল্যান্ডস সিরিজ ছাপিয়ে আলোচনায় এশিয়া কাপের প্রস্তুতি। ফিটনেস থেকে শুরু করে পাওয়ার হিটিং সবক্ষেত্রেই বিশেষ নজর কোচ-ক্রিকেটারদের। বারবার ফাইনালে খেলেও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ঘুচাতে বাংলাদেশ। সংবাদমাধ্যম টাইগার ব্যাটার জাকের আলী অনিক জানিয়েছেন, এবার শিরোপা জিততেই যাচ্ছেন তারা।

দরজায় কড়া নাড়ছে নেদারল্যান্ডস সিরিজ। তবে ঘরের মাঠের সিরিজ ছাপিয়ে বাংলাদেশের ভাবনায় এশিয়া কাপ! এরইমধ্যে পুরোদমে প্রস্তুতিও শুরু করেছে জাতীয় দল। আসন্ন এশিয়া কাপে বড় টুর্নামেন্টের শিরোপা খরা ঘুচাতে বদ্ধপরিকর জাকের আলী অনিকরা।

জাকের আলী বলেন, ‘আমরা এবার ইনশাআল্লাহ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি। ইনশাআল্লাহ, ড্রেসিংরুমে এটা সবাই বিশ্বাস করে। বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবই যেরকম অ্যাফোর্ট দিচ্ছে, আমরা সবাই বিশ্বাস করি আমরা সবাই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবো।’

২০১২, ১৬ ও ১৮ তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও সোনার হরিণ চ্যাম্পিয়ন শিরোপা স্পর্শ করতে পারেনি বাংলাদেশ। এবার তাই আটঘাট বেধেই নেমেছে টাইগার ক্রিকেটাররা। আর লক্ষ্য অর্জনে ফিটনেসকেই প্রাধান্য দিচ্ছে বিসিবি। তবে জাকের আলী অনিক জানান, ফিটনেস নিয়ে আরও আগে থেকেই কাজ শুরু করেছেন তারা।

জাকের আলী বলেন, ‘ফিটনেস তো আমাদের নিয়মিতভাবেই হচ্ছে, ন্যাথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ড সেট করে দেয়া হয়েছে। আপনারা (সাংবাদিকরা) হয়তো ভাবছেন, অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমরা তো এক বছর ধরেই কষ্টের সঙ্গে জড়িত। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ড মেনে আমাদের নিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই লিটন-মিরাজদের বড় শট খেলার দক্ষতা অর্জনে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের বেসিক টেকনিক পরিবর্তন না করেই জুলিয়ান উড শেখাচ্ছেন উদ্ভাবনী টেকনিক।

জাকের আলী বলেন, ‘যারা টাইমার তাদের কীভাবে আরও চার পাঁচ মিটার ইম্প্রুভ করা যায়, টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার বলতে বলেনি। টাইমাররা টাইমারই থাকবে। যারা টাইমিং করে তারা কীভাবে আরও চার পাঁচ মিটার বাড়াতে পারে। এটা হলে যেটা আউট হতো সেটা ছয় হয়ে যাবে।’

এশিয়া কাপের জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করলেও ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সবকটি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। তবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেরা দল নিয়ে যাবার জন্য ডাচ সিরিজে চলতে পারে পরীক্ষা-নিরীক্ষাও।

এসএস