ওডিআইতে অভিষেকের চার ম্যাচে সর্বোচ্চ রানের মালিক এখন ম্যাথিউ ব্রিৎজকে

ম্যাথিউ ব্রিৎজকে
ক্রিকেট
এখন মাঠে
0

অভিষেক ম্যাচে ১৫০ রান করে গড়েছেন রেকর্ড। তারপর টানা তিন ম্যাচে পেয়েছেন অর্ধশতকের দেখা। একদিনের আন্তর্জাতিক ওডিআইতে প্রথম চার ম্যাচ হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিৎজকে। গড়টাও প্রায় একশোর কাছাকাছি। তাকে বলা হচ্ছে এবিডি ভিলিয়ার্সের যোগ্য উত্তরসূরি।

ম্যাথিউ ব্রিৎজকে, প্রোটেয়া এ ব্যাটারকে এরইমাঝে বলা হচ্ছে এবিডি ভিলিয়ার্সের যোগ্য উত্তরসূরি। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা বেশিদিনের নয় তার। তবুও কথায় আছে না, মর্নিং শোউজ দ্য ডে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে নতুন সকাল হয়ে আগমন এ ব্যাটারের সেটা বলাই যায়।

৫০ ওভারি প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম দিনেই নিজের জাত চিনিয়েছেন ব্রিৎজকে। এ বছররের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওডিআইতে ডেবিউ হয় এ প্রোটিয়ার। আর সেই ম্যাচে করেছেন পাক্কা দেড়শো রান। যা একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে সর্বোচ্চ।

আরও পড়ুন:

এরপর ব্রিৎজকে খেলে ফেলেছেন আরও তিন ম্যাচ। সেখানেও দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। প্রত্যেক ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন তিনি। আন্তর্জাতিক ওডিআইতে প্রথম চার ম্যাচে তার রান সংখ্যা ৩৭৮। এর আগে অভিষেকের পর প্রথম চার ইনিংসে যা করতে পারেননি অন্য কোনো ব্যাটার। গড়টাও ঈর্ষণীয় ৯৪.৫।

নিঃসন্দেহে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ম্যাথিউ ব্রিৎজকের শুরুটা হয়েছে দুর্দান্ত। যেসব আশা আর ট্যাগ ভারি করছে তাকে সেসব ধরে রাখতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে। পারলে বিশ্ব ক্রিকেট পাবে একজন নান্দনিক ব্যাটার তা বলাই যায়।

ইএ