বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ম্যাচ
ক্রিকেট
এখন মাঠে
0

এক ম্যাচ হাতে রেখে ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। সফরকারীদের লক্ষ্য টাইগারদের হারিয়ে সিরিজে সমতায় ফেরা। সিরিজ নিশ্চিতের পাশাপাশি এ ম্যাচে জয় পেলে তৃতীয় কোনো ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ জয়ের মাইলফলক স্পর্শ করবেন দলীয় অধিনায়ক লিটন কুমার দাস। সিলেটে বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায়।

পরিসংখ্যান থেকে শক্তিমত্তা, টি-টোয়েন্টি ক্রিকেটে সবদিক থেকেই নেদার‌ল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। সিলেটে যার প্রমাণ মিলেছে আরেকবার। বোলিং তোপ আর ঝড়ো ব্যাটিং দু’ই প্রদর্শন করেছে টাইগার ক্রিকেটাররা। তাতে প্রথম ম্যাচে বড় জয় নিয়ে এগিয়ে লিটন কুমার দাসের দল।

দল জিতলে সিরিজ জয় তো বটেই রেকর্ড হবে লিটন দাসেরও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৫০টি জয়ের দেখা পাবেন টাইগার অধিনায়ক। এ রেকর্ডটিতে অবশ্য সবার উপরে মুস্তাফিজ, লাল সবুজের জার্সিতে তার জয় ৫৩ ম্যাচে। ৫২ ম্যাচ জিতে দ্বিতীয় সাকিব আল হাসান।

আরও পড়ুন:

ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অবশ্য ছিলেন না বাংলাদেশ দলের সবাই। সিলেটের মাঠে মনোযোগী দেখা গেছে দলে দীর্ঘদিন পর ডাক পাওয়া নুরুল হাসান সোহান, সাইফুদ্দিনদের। দ্বিতীয় ম্যাচে টিম কম্বিনেশন কেমন হবে সরাসরি তার উত্তর না দিলেও কিছুটা ইঙ্গিত দিয়েছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন।

বিসিবি সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলেন, ‘যে ভালো ব্যাটিং করে সে যেকোনো কন্ডিশনে ভালো ব্যাটিং করতে পারে। আমাদের টিমে ১৬ জন করে দেওয়া হয়। তবে আমরা ১৬ জনকে একসঙ্গে মাঠে নামাতে পারবো না। যখন মনে হয় এ ম্যাচের জন্য ওই ১১ জন বেস্ট সেভাবেই মাঠে নামাই আমরা। আমরা চেষ্টা করছি, আমাদের ভালো প্লেয়ারের সংখ্যা যেন বাড়তে থাকে।’

এফএস