নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের

ম্যাচে তাসকিন ও নাসুমের উদযাপননের মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

নেদারল্যান্ডসকে টানা ২ ম্যাচে উড়িয়ে দিয়ে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো টিম বাংলাদেশ। অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জয় পেলো বাংলাদেশ।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে জয়রথ চলছেই লিটন বাহিনীর। সিলেটের মনোমুগ্ধকর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টানা ২ ম্যাচ জিতে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিলো লিটন-তামিমরা।

টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক। আর অধিনায়কের সিদ্বান্তকে সঠিক প্রমাণ করেন বাংলাদেশের দুই স্পিনার শেখ মেহেদি ও নাসুম আহমেদ।

ম্যাচের শুরুতেই ছরি ঘোড়াতে শুরু করে বাংলাদেশের স্পিনাররা। নিজের প্রথম ওভারেই ওপেনার ম্যাক্স ও দাউদকে ক্যাচ আউট করেন নাসুম। পরের বলেই তেজা নিদামানুরুকে ইমনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি।

আরও পড়ুন:

এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার ভিক্রামজিত সিং। ১৭ বলে ২৪ রান করে তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও জুলফিকারকে ফেরান মুস্তাফিজ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ডাচরা। শেষ দিকে আরিয়ান দত্ত ৩০ রান করলেও মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা। টাইগারদের পক্ষে ২১ রানে ৩ উইকেট শিকার করেন স্পিনার নাসুম আহমেদ। ২টি করে উইকেট নেন তাসকিন ও মোস্তাফিজ।

ব্যাটিংয়ে নেমে দারুন শুরু করেন দুই ওপেনার ইমন ও তানজিদ। পল মিকেরেনকে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ১ পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ২২ ছক্কা মারার রেকর্ডও গড়েন ইমন।

যদিও ২৩ রানে ক্লেইনের বলে এডওয়ার্ডের হাতে ক্যাচ দেন তিনি। এরপর তানজিদ তামিমের ৪০ বলে ৫৪ ও অধিনায়ক লিটনের ২১ বলে ২৩ রানের কল্যাণে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এসএইচ