পরপর দুই ম্যাচে হেরে এরইমধ্যে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে নেদারল্যান্ডস। দুই ম্যাচে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি ডাচরা। ব্যাট-বলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও এখনো আত্মবিশ্বাসের গল্প শোনা যাচ্ছে ডাচ শিবিরে।
২২ বছর বয়সী ডাচ লেগ স্পিনার শেরিজ আহমেদ জানান, সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও শেষ ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজটি স্মরণীয় করে রাখতে চায় সফরকারীরা।
নেদারল্যান্ডস জাতীয় দলের ক্রিকেটার শেরিজ আহমেদ বলেন, ‘সিরিজটি তো জেতা সম্ভব নয় তবে আমরা আশা করছি শেষ ম্যাচটি অন্তত জয় নিয়ে ফিরতে পারবো। যে কারণে আমাদের ক্রিকেটাররা কঠোর পরিশ্রম করছে।’
সাকিব-তামিম যুগ শেষে তরুণদের হাত ধরে নতুন যুগে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন দলের প্রশংসাও ঝরলো এই ডাচ তরুণের কণ্ঠে।
আরও পড়ুন:
শেরিজ আহমেদ বলেন, ‘এ সিরিজটি তো বটেই এর আগে পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করেছে। অধিনায়ক হিসেবে লিটন দাস তার কাজটা ঠিকঠাক করেছে।’
সিলেটের দর্শক আর উইকেটের প্রশংসা করতেও ভুলেননি এ তরুণ ক্রিকেটার। তার ভাষায়, এখানকার দর্শক অসাধারণ, আর উইকেট বিশ্বমানের।
শেরিজ আহমেদ বলেন, ‘স্টেডিয়ামের ভেতর ও বাইরে সব জায়গাতেই মানুষকে আন্তরিক পেয়েছি। সিলেটের উইকেটও ভালো ছিলো। তবে আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি। তাই প্রথম দুই ম্যাচে স্কোরবোর্ডও কম ছিলো।’
ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে থাকলেও শেরিজ শোনাচ্ছিলেন আশার গল্প। একই সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশ দলের প্রতি রয়েছে তাদের গভীর সম্মান। শুধু ডাচ দল নয়—সবারই প্রত্যাশা, এবার এশিয়া কাপের মঞ্চে চমক দেখাবে বাংলাদেশ।