তানজিদ-লিটনের টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ে উন্নতি

তানজিদ তামিম ও লিটন দাস
ক্রিকেট
এখন মাঠে
0

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাসের।

আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) পুরুষ টি-টোয়েন্টি ব্যাটারদের সাপ্তাহিক র‍্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

আরও পড়ুন:

নেদারল্যান্ডসের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ২৯ ও অপরাজিত ৫৪ রান করেছেন তানজিদ। ফলে ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৮ ধাপ এগিয়ে এখন ৫৬২ রেটিং নিয়ে ৩৬তম অবস্থানে তানজিদ। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে শীর্ষে আছেন তিনি। 

এছাড়া সিরিজসেরা অধিনায়ক লিটন দাস ও ৩ ম্যাচে ভালো ব্যাটিংয়ের পুরস্কার স্বরুপ ১ ধাপ এগিয়ে ৫৩৯ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৪৭তম স্থানে।

এসএইচ