নেদারল্যান্ডস সিরিজে ব্যাট-বলের দাপটে এশিয়া কাপের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে বহুগুণে। তবে, আত্মবিশ্বাসের পেছনে নেই রেকর্ডের সমর্থন। ক্রিকেটীয় সামর্থ্যে ডাচদের তুলনায় ঢের এগিয়ে ভারত-শ্রীলঙ্কা-আফগানিস্তান। তুলনামূলক তথ্য-উপাত্তটাও বর্তমান পরিস্থিতিতে দিচ্ছে না সান্ত্বনা।
পরিসংখ্যান বলছে, নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বেশ সাবলীল। ডাচদের বিপক্ষে টাইগার ব্যাটাররা রান তুলেছেন ওভার প্রতি ৭.৯৩ গড়ে। প্রতি উইকেটে রান উঠেছে ২৯এর কাছাকাছি। বিশ্বের যেকোনো দেশের সাপেক্ষেই এমন তথ্য নিঃসন্দেহে ঈর্ষণীয়। তবে, কদিন পরেই বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে হাজির হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলো। একই মানদণ্ডে তাদের বিপক্ষে অনেকটাই পিছিয়ে টাইগারদের ব্যাটিং ইউনিট।
আরও পড়ুন:
এশিয়ান দেশ বিচারে আফগানিস্তানের বিপক্ষেই সবচেয়ে বাজে পরিসংখ্যান বাংলাদেশের। রশিদ খানদের বিপক্ষে গড়ে উইকেট প্রতি রান মাত্র ১৭.৬৩। আর ওভার প্রতি রান ৬.৮৫। গ্রুপ প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে পরিসংখ্যান অবশ্য কিছুটা ভাল। পার্টনারশিপগুলোতে গড়ে রান উঠেছে ২৩ এর বেশি। ওভার প্রতি গড় রান ৮.২৪। সুপার ফোরে উঠলে প্রতিপক্ষ হতে পারে ভারত-পাকিস্তানের মতো দল। সেখানেও অতীত রেকর্ডগুলো হতাশই করবে বাংলাদেশকে।
তুলনামূলক খর্ব-শক্তির দলের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ঠিক কতখানি যথাযথ হয়েছে তা নিয়ে শুরু থেকেই ছিল নানা প্রশ্ন। তবে কি, আরও একবার প্রস্তুতির মঞ্চে কেবল আত্মবিশ্বাস বাড়িয়েই বড় আসরে পা রাখছে বাংলাদেশ? উত্তরগুলো পাওয়া যাবে, ৯ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপের ম্যাচে।