দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

এশিয়া কাপের ট্রফি
ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি। এবারের চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি ৬০ লাখ টাকা। নারীদের এশিয়া কাপের প্রাইজমানি বৃদ্ধির পর এবার এশিয়া কাপের প্রাইজমানি বাড়ানো হয়েছে।

২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল চ্যাম্পিয়ন ভারত। এবারের চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি ৬০ লাখ টাকা। রানার্স-আপ দল পাবে ১ কোটি ৩০ লাখ টাকা। আর টুর্নামেন্ট সেরার ঝুলিতে ঢুকবে ১২ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন:

এবারের আয়োজক দেশ ভারত হলেও, খেলাগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের দুই স্টেডিয়ামে। এবারের আসরে ১ম পর্বে দুই ধাপে ভাগ হয়ে খেলছে ৮টি দেশ।

এসএইচ