হংকংকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

আবুধাবিতে আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করলো বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন তাসকিন। দলীয় ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন হংকং ওপেনার অ্যান্সি রাঠ।

১৪ রান করে তানজিম সাকিবের দারুণ ডেলিভারিতে আউট হন অভিজ্ঞ বাবর হায়াত। ৩০ রানে দুই উইকেট পতনের পর জিসান-নিজাকাত জুটিতে প্রাথমিক চাপ কাটিয়ে ওঠে হংকং। ইয়াসিম-নিজাকাত জুটিতে ভর করে ১৫ ওভারেই ১০০ রান স্পর্শ করে হংকং। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলতে সক্ষম হয় তারা।

দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে সতর্কভাবে শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটার তানজিদ তামিম ও পারভেজ ইমন। ২ চার আর ১ ছয়ে ১৯ রান করে আয়ুশ শুকলার বলে আউট হন ইমন।

ইনিংস বড় করতে পারেননি তানজিদ তামিমও। তবে অধিনায়ক লিটন আর তাওহীদ হৃদয়ের দৃঢ়তায় ১৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

এএইচ