ফ্লাড-লাইট ইস্যু কেটে গেলে রাজশাহীতে বিপিএল আয়োজন নিয়ে আশাবাদী আকরাম খান

এনসিএলের ম্যাচ ও বিসিবি পরিচালক আকরাম
ক্রিকেট
এখন মাঠে
0

রাজশাহী ও বগুড়ার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের এনসিএল টি-টোয়েন্টির আসর। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ঘরের মাঠে ঢাকা মেট্রোর কাছে হেরেছে রাজশাহী। তবে বগুড়ায় সিলেট ও রংপুরের ম্যাচ মাঠেই গড়ায়নি। অন্যদিকে ফ্লাড-লাইট ইস্যু কেটে গেলে বিপিএল গড়াতে পারে রাজশাহী স্টেডিয়ামে এমন আশা ব্যক্ত করেন বিসিবি পরিচালক আকরাম খান।

এনসিএল টি-টোয়েন্টির খেলা উপলক্ষ্যে দীর্ঘদিন পর আবারো উৎসবের আমেজ রাজশাহী স্টেডিয়ামে । বৃষ্টির কারণে দর্শক সমাগম কম হলেও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে গুটি কয়েক দর্শক উপস্থিত হয়েছিলেন খেলা উপভোগ করতে। তবে বেরসিক বৃষ্টিতে উপভোগের মন্ত্রে বারবার জেগেছে শঙ্কা।

অবশ্য বগুড়ার পর বৃষ্টি বিড়ম্বনার মাঝেই রাজশাহীতে এনসিএল ট্রফি নিয়ে ফটোসেশন সেরেছেন ক্যাপ্টেনরা। নেটে অনুশীলন মাহমুদুল্লাহ, শেখ নাসিরদের অনুশীলন দেখেই বেশিরভাগ সময় কেটেছে রাজশাহীর ক্রিকেটপ্রেমীদের।

লম্বা বিরতির পর রাজশাহীতে খেলা ফেরা স্বস্তির। তবে অবকাঠামোগত দিক থেকে রাজশাহী স্টেডিয়ামের আরো উন্নতির পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

তিনি বলেন, ‘রাজশাহীতে বিপিএল খেলা সম্ভব কি না, বা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা সম্ভব কি না, আমি মনে করি ১৫-২০ দিনের সময় দিলে এটা সম্ভব। যদি আপনি কিছু কিছু জায়গায় ডেভেলপ করেন। মাঠ সুন্দর, আউটফিল্ড সুন্দর, উইকেট সুন্দর। শুধু মাঠের বাইরে তিনটা কাজ আছে। একটা হচ্ছে ফ্লাড লাইট। আমার মনে হয় বেশিদিন সময় লাগার কথা না, পকেটে যদি টাকা থাকে, লাইট কিন্তু এখন অ্যাভেইলেবল।’

এনসিএলের পাশাপাশি বিপিএলের ভেন্যু বাড়ানোর চেষ্টায় বিসিবির পরিকল্পনায় ভালোভাবেই আছে রাজশাহী। ফ্লাড লাইট সংস্কার করলে রাজশাহীতে আগামী সিজন থেকেই বিপিএল সম্ভব বলে জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।

তিনি বলেন, ‘দর্শকরা ক্রিকেটকে খুব ভালোবাসে, বুঝে। রাজশাহী থেকে প্রচুর প্লেয়ার বাংলাদেশ দলে খেলেছে। তো সে জিনিসটা আমাদের মাথায় আছে।’

এদিকে, টানা বৃষ্টির কারণে বগুড়ায় সাময়িকভাবে বন্ধ আছে এনসিএল টি-টোয়েন্টির খেলা। মাঠ খেলার উপযুক্ত না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে সূচি অনুযায়ী শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম কয়েকটি ম্যাচ রাজশাহীতে হবে বলে জানিয়েছেন আকরাম খান।

আকরাম খান বলেন, ‘বগুড়ার মাঠটা এখনো দুই তিনদিন লাগবে এখনো সম্ভবত ঠিক হতে। কালকে যেসব ম্যাচ আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। এখানে আমরা দুইটা ম্যাচ করার ব্যবস্থা করছি।’

এএইচ