মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বরেকর্ড

মাঠে উইন্ডিজ খেলোয়াড়রা
ক্রিকেট
এখন মাঠে
0

১৯৯৬, ১৯৯৮ এবং ২০০৪— ওয়ানডে ক্রিকেটে তিনবার ৪৪ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল শ্রীলঙ্কা। তাদের সেই কীর্তি ভেঙেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে ক্যারিবিয়ান স্পিনাররা করলেন পুরো ৫০ ওভার।

এর আগে, নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার দুই প্রান্ত থেকেই স্পিন বোলিং শুরু করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো পাওয়ার-প্লের পুরোটাই শেষ করেছিলেন উইন্ডিজ স্পিনাররা।

মিরপুরে তুলনামূলক ধীরগতির উইকেটে সবমিলিয়ে ৫ স্পিনার নিয়েই ম্যাচ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের দিয়েই ইনিংসের ৫০ ওভার পর্যন্ত শেষ করালেন অধিনায়ক। একাদশে থাকা পেসার শেরফেইন রাদারফোর্ডকে একটি ওভারও বল করতে হয়নি।

এসএইচ