যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে নতুন আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-উনিশ দলের প্রতিপক্ষ আফগানিস্তান। দুবাইয়ের আইসিসি একাডেমিতে টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই সাফল্যের দেখা পায় টাইগাররা। সাদ ইসলামের বলে সাজঘরের পথে খালিদ আহমাদজাই।
ওসমান সাদাত ও ফয়সালের ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানরা। তৃতীয় উইকেটে ৯৩ রান যোগ করেন ফয়সাল ও উজাইরুল্লাহ। একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি পূরণ করেন ফয়সাল। অন্য ব্যাটারদের ছোট অবদানে ৫০ ওভারে সাত উইকেটে ২৮৩ রান করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুটি করে উইকেট নেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ।
বয়সভিত্তিক পর্যায়ে ২৮৪ রান বেশ বড় লক্ষ্য। এমনকি টুর্নামেন্টের ৩৬ বছরের ইতিহাসে এত বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও নেই। তাই অসম্ভবকে সম্ভবের লক্ষ্যে নামে বাংলাদেশের যুবারা। উদ্বোধনী জুটিতে জাওয়াদ আবরার ও রিফাত বেগের ১৫১ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ লাল-সবুজদের হাতে।
আরও পড়ুন:
অল্প সময়ের ব্যবধানে ফেরেন দুই ওপেনারই। সেঞ্চুরির কাছে গিয়ে আউটের আফসোসে পুড়েছেন জাওয়াদ। তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকীর ৬৬ রানের জুটিতে জয়ের পথে ভালোভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। তবে অল্প সময়ের ব্যবধানে কয়েকটি উইকেট হারিয়ে ফের চাপে পড়ে টাইগার যুবারা।
শেষ দিকে রিজান হোসেন ও পারভেজ জীবনের ছোট দুই ক্যামিওতে তিন উইকেট হাতে রেখে ইতিহাস গড়ে জয়ের বন্দরে পৌছায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লাল-সবুজরা এর মাধ্যমে ভেঙেছে ভারত ও পাকিস্তানের রেকর্ড। ২০২১ সালে ভারত আফগানিস্তানকে ও ২০২৩ সালে পাকিস্তানকে ভারতকে হারানোর পথে ২৬০ রান তাড়া করে জিতেছিল।
আগামীকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।





