ক্রিকেটে ‘হযবরল’ দশা; নিজের পরিকল্পনা জানালেন পাইলট

বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট
ক্রিকেট
এখন মাঠে
0

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড পরিচালক হয়ে কিছুটা ব্যাকফুটে থেকেই ইনিংস শুরু করতে হয়েছে খালেদ মাসুদ পাইলটকে। বিবিএল আয়োজনের সার্বিক পরিস্থিতি, স্টেডিয়ামগুলোর অবস্থা—সবকিছু মিলিয়ে অস্বস্তিতে দেশের ক্রিকেট। তবে নিজের কাজটা সাবেক এ অধিনায়ক করে যাচ্ছেন সবটুকু দিয়ে, তার প্রতিশ্রুতি সারা দেশে ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার।

ঢাকা, সিলেট আর চট্টগ্রাম— বেশ অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট বন্দি এ তিন স্টেডিয়ামে। ক্রিকেটকে বারবার সর্বত্র ছড়িয়ে দেয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি বিসিবি। বিপিএল নিয়ে কয়েকটি নতুন ভেন্যুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।

কিন্তু কেন এমন দুর্দশা মাঠগুলোর? বিসিবির নতুন পরিচালনা পরিষদের গ্রাউন্ডস কমিটিতে থাকা খালেদ মাসুদ পাইলট নিজেও হতাশ মাঠগুলোর পরিস্থিতিতে।

খালেদ মাসুদ পাইলট বলেন, ‘গোটা দেশেই অনেক মাঠ আছে, কিন্তু সেগুলো হয়তো সেরকম সুযোগ-সুবিধাগুলো নেই, হয়তো এবড়োখেবড়োভাবে মাঠগুলো পড়ে আছে, উইকেট নেই।’

পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়ামের মাটি চুরির ঘটনায় শোরগোল পড়েছিল ক্রিকেট পরিমণ্ডলে। পরিচালক পাইলট বলছেন, বোর্ডে এসে চুরির তদন্ত করা দুঃখজনক। তবে এরপরেই শুনিয়েছেন আশার কথা।

আরও পড়ুন:

পাইলট বলেন, ‘আপনারা যদি রাজশাহী, বগুড়া এমনকি বরিশালের মাঠটাও কিন্তু ভালো। এ মাঠগুলোতে কিন্তু বিভিন্ন আন্তর্জাতিকমানের যে খেলাগুলো আছে, আপনি হয়তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে প্রথমদিকে পাবেন না, তবে ছোট খেলাগুলো দিয়ে শুরু করলে সেটা উন্নতি হবে। পরবর্তীতে প্রস্তুত হওয়ার পর বড় দলগুলোকে আনার দিকে যেতে হবে।’

সামনেই বিপিএল। গুঞ্জন থাকলেও এবারের বিপিএলকে ছড়িয়ে দিতে পারেনি বিসিবি। কিন্তু খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন, খুব দ্রুতই বদলাবে পরিস্থিতি।

এ বোর্ড পরিচালক বলেন, ‘তিনটা মাঠ আছে আমাদের, ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেগুলো আন্তর্জাতিক মানের। বাদবাকি অনেক মাঠ আছে যেগুলো হয়তো প্রথম বিভাগ খেলা হয়, কিন্তু বিপিএল খেলা হয় না। সামহাউ, কিছু কিছু ছোট ভুলের কারণে, কিছু ল্যাকিংসের কারণে সবকিছু মিলিয়েই এই হোম-অ্যাওয়ে সিস্টেমে যাওয়া যাচ্ছে না।’

পরিচালক হয়েই পাইলট ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে। মাঠ নিয়ে বিসিবি আর ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জটাও ভালোভাবেই নিয়েছেন খালেদ মাসুদ। প্রত্যাশা, খেলোয়াড়ি জীবনের মতো পরিচালক হিসেবেও চ্যালেঞ্জ উতরে যাওয়ার।

এসএইচ