টস জিতে সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। শুরুতেই সিলেটের অধিনায়ক মিরাজকে মাত্র ৫ রানে নাইমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মুকিদুল।
আরেক ওপেনার হযরতউল্লাহ জাজাইকে ৪ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মেহেদি হাসান। দলীয় ২৬ রানেই আরও দুই উইকেট হারায় সিলেট। জাকির হাসান ও ইথান ব্রুকস দুজনকেই সাজঘরে ফেরান মির্জা বেগ।
আরও পড়ুন:
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে খেই হারায় সিলেট। ২০ ওভারে ১২৬ রানের পুঁজি পায় তারা। ৪১ বলে ৪টি ৪ ও ১ ছয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।
দুটি করে উইকেট শিকার করেন মেহেদি হাসান ও মির্জা বেগ। জবাবে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ নাইমের ৩৭ বলে ৫২ ও এডাম রসিংটনের ৫৩ বলে ৭৩ রানের ইনিংসে ৯ উইকেটের বড় জয় পায় চট্টগ্রাম রয়্যালস।





