আজ (রোববার, ৪ জানুয়ারি) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত বাছাই প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বাছাই প্রতিবেদনে দেখা যায়, ঢাকা-৪ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ে দাখিল করেন ৮ জন। বাছাই শেষে ৬টি বৈধ এবং ২টি মনোনয়নপত্র বাতিল হয়। ঢাকা-৫ আসনে ১৮ জন মনোনয়ন সংগ্রহ করেন, সময়মতো দাখিল করেন ১৬ জন। যাচাই শেষে ১৪টি বৈধ ঘোষণা করা হয় এবং ২টি বাতিল করা হয়।
এদিকে, ঢাকা-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র নিলেও ৭ জন দাখিল করেন। এর মধ্যে ৫টি বৈধ ও ২টি বাতিল হয়। ঢাকা-৭ আসনে ২০ জন মনোনয়ন সংগ্রহের বিপরীতে ১৫ জন মনোনয়ন দাখিল করেন। বাছাইয়ে ১০টি বৈধ ঘোষণা করা হয় এবং ৫টি বাতিল হয়। ঢাকা-৮ আসনে ১৯ জন মনোনয়ন সংগ্রহ করেন, ১২ জন দাখিল করেন। যাচাই শেষে ৮টি বৈধ ও ৪টি বাতিল হয়।
আরও পড়ুন:
বাছাই প্রতিবেদনে আরও দেখা যায়, ঢাকা-৯ আসনে ২২ জন সংগ্রহ, ১৪ জন দাখিল করেছেন। বাছাইয়ে ১১টি বৈধ ও ৩টি বাতিল হয়। ঢাকা-১০ আসনে ২০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন, দাখিল করেন ১৩ জন। এর মধ্যে ৯টি বৈধ ও ৪টি বাতিল ঘোষণা করা হয়। ঢাকা-১১ আসনে ১৪ জন মনোনয়ন নেন, ১১ জন দাখিল করেন। বাছাই শেষে ৯টি বৈধ ও ২টি বাতিল হয়। ঢাকা-১২ আসনে ২৮ জন মনোনয়ন সংগ্রহ করেন, ১৮ জন দাখিল করেন। যাচাইয়ে ১১টি বৈধ ও ৭টি বাতিল হয়। ঢাকা-১৪ আসনে ১৭ জন সংগ্রহের মধ্যে ১৩ জন মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৯টি বৈধ ও ৪টি বাতিল ঘোষণা করা হয়।
এছাড়াও ঢাকা-১৬ আসনে ১৫ জন মনোনয়ন সংগ্রহ করলেও ১৩ জন দাখিল করেন। বাছাই শেষে ১০টি বৈধ ও ৩টি বাতিল হয়। ঢাকা-১৭ আসনে ৩৪ জন মনোনয়ন সংগ্রহ করেন, ১৭ জন দাখিল করেন। যাচাইয়ে ১০টি বৈধ ও ৭টি বাতিল হয়। আর ঢাকা-১৮ আসনে ২২ জন মনোনয়ন নেন, ১৭ জন সময়মতো দাখিল করেন। বাছাই শেষে ৭টি বৈধ, ৯টি বাতিল এবং ১টি মনোনয়ন স্থগিত রাখা হয়।
সবমিলিয়ে ঢাকা জেলার ১৩ আসনে মোট মনোনয়নপত্র গ্রহণ হয় ২৫৩টি, এসবের মধ্যে দাখিল করা হয় ১৭৪টি। সেগুলো যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় ১১৯টি, বাতিল ৫৪টি এবং স্থগিত করা হয় ১টি।





