ক্রিকেটার তৈরির নতুন পথে বিসিবি; নজর এবার পাইপলাইনে

মাঠে অনুশীন করছেন ক্রিকেটাররা
ক্রিকেট
এখন মাঠে
0

দেশের তরুণ প্রজন্মের কাছে ক্রিকেটের ব্যাপক আগ্রহ থাকলেও ক্রিকেটার হয়ে ওঠার পথ যেন অনেকটাই কঠিন। বয়সভিত্তিক ক্রিকেটের বাইরে নতুন খেলোয়াড় তৈরি আর অনুসন্ধানে বিসিবির উদাসীনতার অভিযোগ বেশ পুরাতন। তবে ধীরে ধীরে বদলাচ্ছে সে চিত্র। বিসিবির নজর এবার ক্রিকেটারদের পাইপলাইন তৈরির দিকে।

বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে জায়গা পাচ্ছেন প্রায় ৫৬ শতাংশ ক্রিকেটার। ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে খেলার সুযোগ সবচেয়ে বেশি। ক্রিকেটার তৈরির পথে সব নজর যেন অনূর্ধ্ব-১৯ দলের প্রতি। ক্লাব ক্রিকেট কিংবা স্কুল ক্রিকেটের মতো আঙ্গিনা বিগত দুই দশকে ছিল পুরোপুরি উপেক্ষিত।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশ্য পাইপলাইনে ক্রিকেটার সংকটের জন্য দায় দিচ্ছেন বিসিবিকেই। ক্রিকেট বোর্ডের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন দেশসেরা এই ওপেনার।

আরও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘কিছু কিছু প্লেয়ার যেকোনো জায়গা থেকে যেকোনো মাঠ থেকে পিক হয়ে যেতে পারেন। বাংলাদেশ ক্রিক্রেট বোর্ড যে টুর্নামেন্ট আয়োজন করবেন ওনারা সেখানেই যাবেন। তবে তাদের দায়িত্ব থাকতে হবে প্রতিটি জেলা প্রতিটি শহরে দেখবেন টুর্নামেন্ট কোথায় হবে। খেলাটি তারা দেখবেন।’

যদিও বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আসিফ আকবর শোনালেন সুখবর। অনূর্ধ্ব-১৬ এবং ১৮ পর্যায়ে টুর্নামেন্ট ছাড়াও নানামুখী পরিকল্পনার কথা জানান তিনি।

বিসিবি পরিচালক আসিব আকবর বলেন, ‘তৃণমূল পর্যায়ে খেলাগুলো কন্ট্রোল করতে না পারলে বা খেলাগুলো ভালোভাবে না চালাতে পারলে সমস্যা। আমি চেষ্টা করছি বাচ্চাগুলো যেন খেলে। কোনো গ্যাপ যেন না থাকে এ জন্য ২০ থেকে ২৩ এর মধ্যে খেলার আয়োজন করছি। পাশাপাশি ইউনিভার্সিটির ক্রিকেট চালু করছি। প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জন্য আমরা নামছি নতুন আঙ্গিকে।’

অবশ্য লম্বা এ পরিকল্পনা ঠিক কবে মাঠে গড়াবে আর কবে নাগাদ বাংলাদেশ ক্রিকেট এর সুফল পাবে, সে প্রশ্ন রয়েই যাচ্ছে।

এফএস