সোহানের পরিবর্তে রংপুরের নেতৃত্বে লিটন; ছন্দ ফিরবে কি?

রংপুর রাইডার্সের লোগো; অনুশীলনে লিটন
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে অধিনায়ক পরিবর্তন করলো রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে বিপিএলের বাকি সময় দলের নেতৃত্ব দেবেন লিটন। মিরপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে দলের কোচ মিকি আর্থার বলেছেন, বাংলাদেশের ক্রিকেটে লিটনের অবস্থান এবং ড্রেসিংরুমে তার প্রভাবের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলতি বিপিএলে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের দিকে। তবে তারকায় ঠাসা দল নিয়ে পরিষ্কার ফেভারিট হিসেবে আসর শুরু করলেও এখন পর্যন্ত প্লে-অফের খেলা নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স।

আর সবশেষ তিন ম্যাচে টানা হারের পর রংপুর আছে পয়েন্ট তালিকার চারে। নিজেদের ঢাকা পর্ব শুরুর আগে তাই বড় পরিবর্তনের ঘোষণা দলটির। আসন্ন ম্যাচগুলোতে নুরুল হাসান সোহান নয়, দলের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

এবারের বিপিএলে ৮ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রান করেছেন নুরুল। দলটির কোচ মিকি আর্থার জানিয়েছেন, নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে নিজ থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন এ উইকেটকিপার ব্যাটার।

আরও পড়ুন:

কোচ মিকি আর্থার বলেন, ‘সোহান নিজের পারফরম্যান্স নিয়ে আরও কাজ করতে চায়। এটা থেকে বোঝা যায়, সে কেমন মানুষ। নিজের চেয়ে আগে সে দলকে রাখছে।’

তিনি বলেন, ‘লিটন জাতীয় দলের অধিনায়কত্ব করায় সিদ্ধান্ত নেয়া সহজ ছিল। তার অ্যাপ্রোচ, আগ্রাসী মানসিকতা, মাইন্ডসেট—সবকিছুই ভালো। সে এমন একজন নেতা, যাকে সবাই ফলো করে এবং সম্মান করে।’

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০ এরও বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাস অবশ্য বিপিএলের মাঝপথে দায়িত্ব পেলেও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও, এ আসরে ৮ ম্যাচে মাত্র ১৬২ রান করেছেন তিনি, যার মধ্যে সবচেয়ে বড় ইনিংসটি ৪৭ রানের।

লিটন দাস বলেন, ‘আমি নিজের প্রতি যা এক্সপেক্টেশন রাখি, সবাই যে এক্সপেক্টেশন রাখে, সেটা ফুলফিল করতে পারিনি। তবে কমতি কখনোই ছিল না, চেষ্টা করবো সেখান থেকে ওভারকাম করে রংপুরকে যেন ভালো কিছু দিতে পারি।’

শনিবার দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নতুন কাপ্তানে রংপুর ভাগ্য ফেরাতে পারে কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

এসএইচ