উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে ফিজ

মোস্তাফিজুর রহমান
ক্রিকেট
এখন মাঠে
0

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে সেরা ১১-তে এসেছে ফিজের নাম।

সবশেষ ২০২৫ সালে সবমিলিয়ে ৫৯ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। উইকেটপ্রতি খরচ করেছেন মোটে ১৮ দশমিক ০৩ রান। টি-টোয়েন্টিতে ১৫০ রানের আদর্শ বিবেচনায় আর কোনো বোলারই গড় হিসেবে মুস্তাফিজের চেয়ে এগিয়ে ছিলেন না সদ্য বিদায়ী বছরে।

আরও পড়ুন:

জেসন হোল্ডারের পর মোস্তাফিজই ছিলেন টি-টোয়েন্টির সবচেয়ে ইকোনমিক্যাল বোলার। স্বাভাবিকভাবেই তাই উইজডেনের সেরা তিন পেসারের একজন হিসেবে এ স্কোয়াডে আছেন ফিজ।

বাংলাদেশি পেসার ছাড়া স্কোয়াডের বাকি দুই পেসার জেসন হোল্ডার এবং জ্যাকব ডাফি। অলরাউন্ডার হিসেবে থাকা স্যাম কারানও অবশ্য যুক্ত হচ্ছেন পেসারদের তালিকায়।

এসএইচ