আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

নোয়াখালী
পিটিয়ে হত্যা (প্রতীকি)
এখন জনপদে
অপরাধ
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে এক সাবেক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার চর এলাহী ইউনিয়নের এলাহী বাজারে এ ঘটনা ঘটে।

আহত তাজুল ইসলাম চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাহি বাজারের বিএনপির একপক্ষের নেতা ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা ও বাহাদুরের নেতৃত্বে হামলার সূচনা হয়। তারা হামলা চালিয়ে চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, বিএনপি কর্মী মামুন, হেলাল, খোকন, সোহেল, ইসমাঈলসহ কমপক্ষে ১০ জনকে আহত করে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চরএলাহীতে বিএনপির সমর্থকরা আধিপত্য বিস্তার নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত বিএনপি নেতা আবদুল মতিন তোতার ছেলেরা অস্ত্রধারীদের দিয়ে বাহিনী গঠন করে নিজেদের আধিপত্য টেকাতে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ছে। নিহত আবদুল মতিন তোতার হত্যাকারী আখ্যা দিয়ে বিএনপির একটি পক্ষকে এ বাহিনী এলাকা ছাড়া করতে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা চালিয়ে আসছে।

আহত তাজুল ইসলাম বলেন, ‘বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের পক্ষে প্রচারণা করতে গেলে প্রয়াত আবদুল মতিন তোতার ছেলেরা আমার ওপর হামলা চালায়। এসময় আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, তোতা পরিবারের সদস্যরা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদকে সমর্থন দিয়ে বিএনপির রাজনীতি করে আসছে। সম্প্রতি আবেদ দলের মনোনয়ন বঞ্চিত তারা বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলামের সঙ্গে যোগ দেয়।

অভিযুক্ত ইসমাঈল তোতা বলেন, ‘বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মেম্বার ও সাহাব উদ্দিনরা আমার বাবার হত্যাকারী। তারা ধানের শীষের প্রচারণায় থাকায় বাকবিতন্ডা হয়েছে। পরে তাদের লোকজন আমাদের কয়েকজনকে আহত করে।’

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে অভিযান চালিয়েছে। সন্ত্রাসীরা এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছে। আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না।’

উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলায় চরএলাহী ইউনিয়নে সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা নিহত হন।

এসএস